Saturday, May 5, 2012

মরিচিকা

বললাম এই হাতে হাত রাখো
তুমি সিলিকন তুলে নিলে
চকচকে জিনিষে মরচে ধরে তারাতারি
বললাম সোনা পাওয়া গেছে কাদামাটিতে
তবু সেই রাতভর জীবন ঘষে তুমি
দেহ মাটি করলে
না সোনা পেলে না মাটি
ঝুলে রইলে অনন্তকাল শূন্যে
কে জানে কোন আশা করে

No comments:

Post a Comment