চোখ দিয়ে যা দেখি
মগজের ভেতরে যা বুঝি
তার সাথে কোন সংঘর্ষ নাই
তাই আমি সুখী
তুমিও সুখী হয়ে যাও
...তোমার পরিসর জেনে
নিজেকে জেনে
নিজের সম্ভাবনাগুলোকে জেনে
তুমি কি ?
তা শুধু তুমি জানো
নিজের জন্য যদি গর্বিত না হও
তাহলে বদলে ফ্যালো
ধোলায় করে ফ্যালো মগজ
তারপর আকাশের দিকে তাকিয়ে দ্যাখো
কি বিশাল আর কি সুন্দর
সুশীতল হাওয়াতে বুক ভরে শ্বাস নিয়ে
চোখ খুলে দ্যাখো
জীবন সংক্ষিপ্ত
আর কি কি কাজ বাকী আছে
জীবনের ঋন পরিশোধের
সুদে আসলে
আর কি কি কাজ বাকী আছে ?
কেনো এসেছো এখানে?
মগজের ভেতরে যা বুঝি
তার সাথে কোন সংঘর্ষ নাই
তাই আমি সুখী
তুমিও সুখী হয়ে যাও
...তোমার পরিসর জেনে
নিজেকে জেনে
নিজের সম্ভাবনাগুলোকে জেনে
তুমি কি ?
তা শুধু তুমি জানো
নিজের জন্য যদি গর্বিত না হও
তাহলে বদলে ফ্যালো
ধোলায় করে ফ্যালো মগজ
তারপর আকাশের দিকে তাকিয়ে দ্যাখো
কি বিশাল আর কি সুন্দর
সুশীতল হাওয়াতে বুক ভরে শ্বাস নিয়ে
চোখ খুলে দ্যাখো
জীবন সংক্ষিপ্ত
আর কি কি কাজ বাকী আছে
জীবনের ঋন পরিশোধের
সুদে আসলে
আর কি কি কাজ বাকী আছে ?
কেনো এসেছো এখানে?
No comments:
Post a Comment