পরিপাটি সব পালক
অগোছালো হয়ে যায়
শব্দের মতো ছেড়া ছেড়া
এলোমেলো
জুড়ে বসে মনে
... প্রতিবেশীর হেঁসেল থেকে
সুখাদ্যের ঘ্রানের মত
জটলা করে
সুখ স্মৃতি
অগোছালো বৈঠকখানাতে
এক ফিরে আসা
দুপুরে
ফাটা ফাটা রোদ এসে উঠোনে
প্লাবন এনে
স্বপ্ন দেখায়
সুফলা মাঠের
সব অগোছালো থাকে
জীবনযাপন
অগোছালো হয়ে যায়
শব্দের মতো ছেড়া ছেড়া
এলোমেলো
জুড়ে বসে মনে
... প্রতিবেশীর হেঁসেল থেকে
সুখাদ্যের ঘ্রানের মত
জটলা করে
সুখ স্মৃতি
অগোছালো বৈঠকখানাতে
এক ফিরে আসা
দুপুরে
ফাটা ফাটা রোদ এসে উঠোনে
প্লাবন এনে
স্বপ্ন দেখায়
সুফলা মাঠের
সব অগোছালো থাকে
জীবনযাপন
No comments:
Post a Comment