রুদ্ধ দরোজার
ভেতরে শ্বাসপ্রশ্বাসের শব্দ ছিলো
দরোজাতে একটি হাত ছিলো
শুধু দরোজা বন্ধ ছিলো
মনের
ভেতরে একেবারে হাটের মতো
মধ্যরাত্রিতে পাঁড় মাতালের গোঙানি
হেরে গেছে শেষ কড়ি
ফেরী করেছে ইচ্ছাশক্তি
নেশার বদলে
রাতারাতি বদলে যাবে কপাল
অস্মভব এক স্বপ্ন নিয়ে
ঘুমিয়েছিলো রাত্রি
শর্ত ছিলো
কড়া
সত্যকে দিতে হবে ফাঁসী
নয়তো দ্বীপান্তর বাকী জীবন
শর্ত মেনে
সত্যের ফাঁসী হলে
স্বপ্ন গেলো লুট হয়ে
বেঁচে রইলো গোঙানি
প্রতারনার বেড়াজালে বসে
পাঁড় মাতালের
ভেতরে শ্বাসপ্রশ্বাসের শব্দ ছিলো
দরোজাতে একটি হাত ছিলো
শুধু দরোজা বন্ধ ছিলো
মনের
ভেতরে একেবারে হাটের মতো
মধ্যরাত্রিতে পাঁড় মাতালের গোঙানি
হেরে গেছে শেষ কড়ি
ফেরী করেছে ইচ্ছাশক্তি
নেশার বদলে
রাতারাতি বদলে যাবে কপাল
অস্মভব এক স্বপ্ন নিয়ে
ঘুমিয়েছিলো রাত্রি
শর্ত ছিলো
কড়া
সত্যকে দিতে হবে ফাঁসী
নয়তো দ্বীপান্তর বাকী জীবন
শর্ত মেনে
সত্যের ফাঁসী হলে
স্বপ্ন গেলো লুট হয়ে
বেঁচে রইলো গোঙানি
প্রতারনার বেড়াজালে বসে
পাঁড় মাতালের
No comments:
Post a Comment