Saturday, March 30, 2013

অসমাপ্ত

আজও লেখা হয়নি সেই কবিতা
কালশিটে ফেলে দিলে কবজিতে
হাসতে দেখলে ইর্ষান্বিত হয়ে যাও
হাসি কেড়ে নিতে এসে
হতাশ, বিফল, ক্রোধান্বিত তুমি
নতুন পথে নতুন আগুন
নতুন টাকার গন্ধ নতুন
লাভ ক্ষতির হিসাব কষে দেখা গেল
হাসির চাইতে কান্না ভাল
সুখের চাইতে দুঃখ ভাল
... টেকসই আর সম্ভাবনাময়
নতুন কিছু শুরু করতে হলে
দুঃখ দিয়ে আঘাত করে
কান্না দিয়ে নরম হলে
ক্রোধ দিয়ে উপরে ফেলতে হবে
শিকড়
তারপর
ক্রোধ ও দাবানলের পথ উন্মুক্ত হলে
ধবংস আর সৃষ্টি
পাশাপাশি হাসবে দিবানিশি

No comments:

Post a Comment