Saturday, March 30, 2013

যুদ্ধ

সরল আর গরল
লেগে থাকে যুদ্ধ রাতদিন
দুজনেই দুজনকে মনে করে বেঠিক
কারুকে ঠিক হতে হবে
কারুকে ভুল
সবাই যার যার জাগাতে ঠিক ঠাক
যুদ্ধ চলে যুগে যুগে
সবাই মরে যায়
যুদ্ধরা বেঁচে থাকে যুগ যুগ ধরে

No comments:

Post a Comment