আমার সবচেয়ে বড় শত্রু
আমি নিজেই
আমি শত্রুদের নিজে না চিনে
অন্যের সাথে পরিচিত করি
শত্রুদের জগত বিখ্যাত করে
সেই খ্যাতির নীচে
আমার সমাধির চারিপাশে
শত্রু বন্ধু হাতে হাত
ধরে মিলনের গান ধরে
আমি নিজেই
আমি শত্রুদের নিজে না চিনে
অন্যের সাথে পরিচিত করি
শত্রুদের জগত বিখ্যাত করে
সেই খ্যাতির নীচে
আমার সমাধির চারিপাশে
শত্রু বন্ধু হাতে হাত
ধরে মিলনের গান ধরে
No comments:
Post a Comment