Saturday, March 30, 2013

আবর্তমান

করুণা করতে চাও
পেতে ভালবাসোনা
কার কার কাছে
আলাদীনের চেরাগ আছে ?
আমারটা হারিয়ে গেছে
বুকে ঘষার আগেই
উষ্ণতা ছিলনা
শব্দ ছিল ধুঁক ধুঁক
বন্দী জন্তুর মত
দম ফুরিয়ে গেলে
অতলে তলিয়ে
নিভে গেছে চেরাগ
গলে গেছে মাটি
ঘুরছে কুমারের চাকিতে
নতুন এক রুপ নেবে বলে

No comments:

Post a Comment