Saturday, March 30, 2013

ঘৃনা জনপ্রিয়

সব ভাল যারা শেষ ভাল।
শেষ আর হলো কৈ !
চলতে থাকলো
ডামাডোল
আগুন
ঘৃনা
এক সমুদ্র
ভরা ভরা ঘৃনা
নানা মোড়কে বিক্রি হচ্ছে
নানা নামে নানা দামে
সুপারমার্কেটে
জনপ্রিয় ঘৃনা
ঘৃনিতরা বিক্রি করে ঘৃনা
রক্তে রক্তে ছেয়ে যায়
ক্যান্সার
ঘৃনারা ঘাটি গড়ে মগজে
পঙ্গু হয়ে যায় চিন্তা
ঘৃনা ছাড়া আর কিছু নেই
ভাববার

No comments:

Post a Comment