Saturday, March 30, 2013

জেগে উঠি

সেই বস্তা পচা গল্প বলে আর কত ?
এইবারে নতুন কিছু বলো
এইবারে নতুন কিছু ভাবো
দ্যাখো আজকাল টগর ফুলেরা
নতুন সুবাস ছড়ায়
হাস্নাহেনা দিনে ফুটে
চাঁদের সাথে আড়ি করে
সূর্য ডুবে গেলেই আমি জেগে উঠি
বিকল্প এক সূর্যের স্বপ্ন দেখে

No comments:

Post a Comment