Saturday, March 30, 2013

ভালবাসা - এক গোছা নোট

উঁচু এক স্রোতে
এক উদাস পানকৌড়ি
অদৃশ্য হলো
ভালবাসা না পেয়ে
লাবনীকে বলো
ইট কাঠ পাথরের মত
ভালবাসা এক গোছা নোট
ভালবাসা খেলা করা
বয়স আর বসন্তের সন্ধিক্ষন
লাবনীকে বলো
থাক না হয়
এই ভালবাসা সংক্রামিত হয়
এক হৃদয় থেকে অন্য হৃদয়
লাবনীকে বলো
ভালবাসা অপেক্ষা
হাতে নিয়ে প্লাস্টিকের ফুল

No comments:

Post a Comment