Saturday, March 30, 2013

মৃত্যু

ভিন্ন ভিন্ন মন
অভিন্ন মানুষ
দাবী করে অধিকার
মৃত্যুর
মগজে বন্দুকের নল
ঠেকিয়ে জিম্মি রাখে
জীবনের স্পন্দন
সকালে ভাতের থালাতে
লেখা ছিলনা মৃত্যুর কথা
পানির গ্লাসে দেখা
শেষ প্রতিবিম্বে
মনে হয়নি
আজ ছেড়ে যেতে হবে
শহর নয়
মা কে নয়
রোদে জাবর কাটা বাছুরের
পিঠে রোদ দেখে
মনে হয়নি
ছেড়ে যেতে হবে
জীবন
মাথার খুলি থেকে
রক্ত গড়িয়ে নামে
শিরদাঁড়া বেয়ে পায়ে
কেউ একবারও বলেনি
আজই
ছেড়ে যেতে হবে
জীবন

No comments:

Post a Comment