Saturday, March 30, 2013

গনহত্যা ২০১৩

পাখীগুলো সব পালিয়েছে
কাকেরা বিষন্ন
সবুজ পাতারা মনমরা
শূন্য ডালগুলো নড়ে উঠে আতংকে
গুলির শব্দে
বাংলাদেশে এখন গনহত্যা চলছে
সুশীল সমাজের অনুরোধে
লেখা হয়েছে সাইনবোর্ড
কুকুর আর ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ
মুসলমানরা সন্ত্রাসী
তুই রাজাকার
ফি নারে জাহান্নামা খালেদিনা ফি হা
এইভাবে বিভিন্ন সাইনবোর্ডের নীচে
দাড় করিয়ে গুলি করা হচ্ছে
এইভাবে ফিরে এসেছে একাত্তর
প্রিয়জনেরা ফিরে আসেনি
যাদের জন্য অপেক্ষা করেছি
একচল্লিশ বছর
একাত্তর এসেছে নিয়ে যেতে
তাদের
যারা এসেছে আরও পরে
অনেক পরে
রাজপথে গুলির শব্দ
দরোজায় বুটের শব্দ
গলিতে মৃতদেহ
একাত্তর এসেছে
আরও একবার
ফাল্গুন আনমনা
চৈত্র পথ হারিয়েছে
জবাই আর ফাঁসী
তালিকাতে স্বাক্ষর করে
শিশুর সরল হাসিতে
এখন গনহত্যা চলছে বাংলাদেশে।

No comments:

Post a Comment