Saturday, March 30, 2013

ভালবাসেনি সে কোনদিন

কিছুই ছিলনা
শুধু কিছু শুকনো পাতা
কিছুই ছিলনা
ছাইপাশ কয়লা দিয়ে লেখা নাম
সেখানে কিছু সময় ছিল
হিংস্র এক দমকা বাতাসে
মিশিয়ে দিলো বালুর ঘর
আবার বালুতে মুখ থুবরে
মিশে গেল সব প্রলাপ
ঢেউয়ের দোলায় দোলায় হারিয়ে গেল
পানকৌড়ি অন্য কোথাও
আমি দেখিনি আর তাকে
এমন কি মিথ্যা করেও
ভালবাসেনি সে কোনদিন

No comments:

Post a Comment