Saturday, March 30, 2013

ঘৃনা

বোধ আর নির্বোধের যুদ্ধে নির্বুদ্ধিতা জয়ী হলে
তুমি ভুল বুঝলে আমাকে
চোখে তোমার ছানি আছে
দেখলেনা সবার মুখের আদলে
তোমার মুখ বসে আছে
ঘৃনা দিয়ে তা ঢেকে দিলে
অন্ধকার গভীর থেকে হলো গভীরতর
এখন আর কেউ কারু মুখ দেখিনা
শুধু রক্ত দেখি
সব রক্ত লাল
কিছুতেই আলাদা করতে পারিনা
তোমাতে আমাতে
মত আর মতামতে
এ্যাত সংক্ষিপ্ত জীবনে কত কত কাজ বাকী
এ্যাত ক্ষুদ্র ক্ষুদ্র হাত দিয়ে
এ্যাত শত লাশ সরাবো কিভাবে?

No comments:

Post a Comment