Saturday, March 30, 2013

খাদক

মগজগুলো এখন ব্যস্ত
নর্দমা থেকে স্বর্ন অন্বেষণে
কেউ কেউ পেয়ে গেছে
অন্যরা লুটে নিয়েছে
কেউ কেউ হারিয়ে ফেলেছে
নর্দমার পরিত্যাক্ত আবর্জনা এখন উত্তাল
পরিত্যাক্ত আবর্জনা এখন দুর্মূল্য
সবাই ভাগাড়ে সামনে দাঁড়িয়ে
লাইন দিয়ে
দেহ খাবে মৃত
দোকানে কোন খাদ্য নেই
ঘরের মেয়েরা লাক্স সুন্দরীর পোষাকে
পসার সাজিয়েছে দেহের
দাঁড়িয়েছে ভাগাড়ে এসে
কেউ দেহ খায়
কেউ খায় মৃতদেহ
ঘৃনার দেশে এখন শবের উৎযাপন
সবাই যার যার পণ্য এনে হাজির
বেচাকেনা শেষে
খেয়েদেয়ে ঘুমাবে
নিস্তব্ধ কবর ঘরে

No comments:

Post a Comment