Saturday, March 30, 2013

আমি প্রহর গুনি মৃত্যুর

আমি প্রহর গুনি
মৃত্যুর
এক দুই তিন করে
অপেক্ষা করি কিছুক্ষন
ধীরে ধীরে এগুতে থাকি কিছুক্ষন
আমি প্রহর গুনি মৃত্যুর
আমার শরীরে বাদ্য বাজে
মৃত্যুর
পাজড়ের চারিপাশে
মৃত্যুর উল্লাসে থেমে থেমে যায়
শ্বাস
এলোমেলো এক স্মৃতি ঝুলে থাকে
চোখের ঝাপসা আয়নাতে
প্রহর গুনি
মৃত্যুর

No comments:

Post a Comment