Saturday, March 30, 2013

বাঁধা আর মিথ্যা

সত্য কাছে এলে
তুমি ভয় পেলে
ভুত দেখে চীৎকার করে উঠলে
তখন স্তুতি সঙ্গীতে
মিথ্যারা এসে উপস্থিত হলে
তুমি শান্তি পেলে
মিথ্যারা শান্তনা দেয়
এগিয়ে যেতে অনুপ্রানিত করে
সত্যরা দমন করে
বাঁধা দেয় এগিয়ে যেতে

No comments:

Post a Comment