আকাশ তো কেউ ছুঁতে পারেনা
পালিয়ে বেড়ায় সর্বক্ষন
বৃষ্টি থেকে
রোদ থেকে
নদী তো কেউ হতে পারেনা
ভেসে যায় অকারনে
নিরুপায় সময়ের স্রোতমুখে
আগুনও কেউ হতে পারেনা
জ্বলে যায় নিজেই
অপূর্ণতার অন্তর্দাহে
শো শো বাতাস বয়ে যায়
পারেনা করতে গতিরোধ
বিশৃংখল করে ফ্যালে
সাজানো মগজ
পালিয়ে বেড়ায় সর্বক্ষন
বৃষ্টি থেকে
রোদ থেকে
নদী তো কেউ হতে পারেনা
ভেসে যায় অকারনে
নিরুপায় সময়ের স্রোতমুখে
আগুনও কেউ হতে পারেনা
জ্বলে যায় নিজেই
অপূর্ণতার অন্তর্দাহে
শো শো বাতাস বয়ে যায়
পারেনা করতে গতিরোধ
বিশৃংখল করে ফ্যালে
সাজানো মগজ
No comments:
Post a Comment