Saturday, March 30, 2013

যদি হতো!!

ভাঁজ করে রেখে দেওয়া
পুরানা পুঁথি
ভুলে গেছো
ঝাড়ামুছা হয়না তেমন
আদ্দিকালের বদ্দি
.শুধু মিলে গেলে
মনে হয়
এই যাঃ এই ছিল এই নেই
তখন খাটালের উপরে
পুরানা তেতুলের ঘ্রানে
বুদ হয়ে থাকে উইপোকা
থ্যাতলানো রশুনের কোয়া
মাছের আশ
শুখনো জলপাই
চোখের নীচে ঝুলে থাকে
না বলা সব কথা
তখন মনে হয়
কই কোথায় ছিল ?
ছিলনা কিছুই কোনকালেই
শুধু আফসোস ছিল
যদি হতো !!

No comments:

Post a Comment