আকাশ বিষন্ন হয় হোক
ভালবাসিনা বিষন্নতা
হাসিতে ধরে রাখবো রোদ্দুর
এক বুক ঘৃনা নিয়ে বসে ছিল চুপচাপ
উগড়ে দিলে বিষন্ন হলো আকাশ
ঘুমোট হলে
বৃষ্টি হবে
বৃষ্টি হয়ে
ধুয়ে যাবে ক্লেদাক্ত মন
শুধু ঘৃনারা এসে বার বার স্তূপীকৃত হয়
চুপচাপ অপেক্ষা করে
সুযোগের
No comments:
Post a Comment