Saturday, March 30, 2013

কোথায় যেন আগুন লেগেছ

কোথায় যেন আগুন লেগেছে
মনে, বনে বা কারু গৃহে
তুমি ঘুমাও এখনো অঘোরে
রাত আর দিনের মাঝখানে
আমি জেগে উঠি
প্রতিদিন খুঁজি
জীবন আর মৃত্যুর মাঝখানে
প্রতিদিন খুঁজি
গন্তব্যে পৌছুবার পথ

No comments:

Post a Comment