Saturday, March 30, 2013

তোমার মন

তুমিও জানো আমিও জানি
তুমি মাঝে মাঝে মিথ্যা বলো
আমিও বলেছি মিথ্যা অনেক
আমি তোমাকে ভালবাসিনি কোনদিন
আমি মিথ্যা বলেছিলাম
আমি কারুকে ভালবাসিনি কোনদিন
আমি মিথ্যা বলেছিলাম
জীবন আসলে নিছক ব্যবসায়ের মত
চারিদিকে শুধু লেনদেন
ভালবাসা একটি ভাল বিনোদনের মত
ক্লান্ত দুপুরে লেবুর সরবত
অথবা
ক্ষুধার্ত পেটে মুঠো ভাত নিঙড়ানো ফ্যান
ক্ষমতা আমাকে আকর্ষিত করে
সম্পদ আমাকে লোভী করে
সারাক্ষণ আমি পিছু পিছু হাটি
টাকা টাকা টাকা পাখী
আমি মিথ্যা বলেছিলাম
আমি ভালবাসিনি কারুকে কোনদিন

No comments:

Post a Comment