Saturday, March 30, 2013

পাশবিকতা সর্বত্র

এ্যাতদিন লুকিয়ে ছিল
পাশবিকতা
প্রেমে আর প্রেরণাতে
কিছুদিন হলো বাজারে এসেছে
সব চাইতে আধুনিক পণ্য
এই পাশবিকতা
পাশ্চাত্যের দেশগুলোতে
এর ব্যাপক চাহিদা
পুঁজিপতিরা কিনছে পাশবিকতা
খুচরা মূল্যে
ক্রমাগত বাজার যাচাই হচ্ছে
সব চাইতে নির্মম ও নিষ্টুর
বেইমান ও হিংস্র পশুকে
দেওয়া হবে
বিশ্ব খ্যাত
নোবেল শান্তি পুরস্কার
পাশবিকতাতে প্রশিক্ষিত করা হবে
ভ্রুন থেকে ভূমিতে
শিশু থেকে তারুন্যে
তারপর বধ করা হবে
অপরিপূর্ন স্বপ্ন চোখে
মিশে যাবে ধূলিকণাতে
ভূতভবিষ্যৎ না জেনেই
সেই শিশু
পাশবিকতা পরিবর্তিত হবে
আবর্তিত হবে
ক্রমাগত নতুন নামে রুপে গন্ধে
গ্রাস করে নেবে সমগ্র জগত

No comments:

Post a Comment