Tuesday, April 26, 2016

নীল নীল বিষ

অর্ধেক সাধু অর্ধেক শয়তান
অর্ধেক সুখ অর্ধেক দু:খ
মাঝখানে বিভ্রান্তির দিন আর রাত
মাঝ সমুদ্রে নীল নীল বিষ
তীরে পৌছুতে দেরি ঢের
অর্ধেক দেহ অবশ
অর্ধেক মন বিবশ
অর্ধ ভক্ষিত পৃথিবী
বাকী অর্ধেক ভিক্ষা চায়
হায়েনারা মুখে নিয়ে হাসে
রক্তাক্ত পৃথিবীর বাকীটুকু

No comments:

Post a Comment