Tuesday, April 26, 2016

নিখোঁজ আততায়ী

সবগুলো পাথর সরিয়ে
দেখা হয়ে গেছে
কোথাও লুকিয়ে নেই আততায়ী
তাহলে সে কোথায়?
এই প্রশ্ন কন্ঠ থেকে ইথারে ইথারে
ভেসে বেড়ায় মহাশূন্যে
সে আছে খাদ্যে
সে আছে বাতাসে
সে আছে পানিতে
সে আছে সড়কে
বুলেটে, ক্ষমতালোভী হায়েনার মগজে
সে আছে সবখানে
সবার নাকের ডগায়
সবার চোখের সামনে

No comments:

Post a Comment