Tuesday, April 26, 2016

পরকীয়া

এই তো এখানে আছে
বালিশের নীচে
আমার মনের কথাটি লুকানো
আমার স্ত্রী জানেনা এসব কিছু
ভাল স্বামী আমি
খেতে দিচ্ছি, থাকার জাগা করে দিয়েছি
আরাম, আহ্ললাদ সব আছে
আমার স্বাধিনতা বালিশের নীচে
সেখানে কারু প্রবেশ নিষেধ
এই তো এখানে আছে
তোষকের নীচে
লজ্বা - নারীর ভুষোন
খসলে দোষ আছে
খসালে তা পুরুষের অধিকার
এই তো বউ, বেশ্যা আর প্রেমিকার
মধ্যে ব্যাপক পার্থক্য
ফেক্সিবল, ফিক্সড এন্ড অকেশনাল রেট
এই তো নারী ভোগ্যপন্য
যারা অন্যের
আমারটিকে রেখেছি যতনে
কালো মোড়কে ঢেকে
শুধু একা খাবো বলে
সবার নজর বাঁচিয়ে
এই তো নীল নকশা
এইখানে
আমার চামড়ার নীচে

No comments:

Post a Comment