Tuesday, April 26, 2016

রাত আর দিনের মাঝামাঝি

এমন এমন রাত আসে
অর্ধেক কাটে
অর্ধেক থাকে অসমাপ্ত
আধোমুখে বসে থাকে
আলো আঁধারে
সিদ্ধান্তহীন
স্বপ্নহীন
ভুল আর ঠিকের কাঠগড়াতে
গড়িয়ে চলে সময়
এমন এমন রাত আসে
অর্ধেক কেটে যায় কত সহজে
আর অর্ধেক কাটতে লেগে যায়
জীবনের অর্ধেক ক্লেশ
এমন এমন রাত আসে
স্বপ্নেরা পালিয়ে যায়
এমন এমন রাত আসে
আনমনা হয় চাঁদ, মেঘেরা ফিকে হয়
আকাশ ভরা তাঁরা হঠাৎ উধাও হয়ে যায়
এমন এমন রাত আসে

No comments:

Post a Comment