খড়কুটো যোগার করে আমি তৈরি
শীত এলে লুকিয়ে যাবো
গোপন গর্তে
সে পথ অচেনা অজানা
কারু নেই আনাগোনা
ঘুম ঘুম পাহাড় আছে
চাপাফুল আর ঝোপঝাড়
কিছু বাদুর আছে উলটে
পুরানা ইমারতের নীচে
কাঠের কুঠরীর ভেতর
কিছু শেয়াল আছে
কিছু দূরে
আর আছে লক্ষীপেচা
খুব একা
খুব প্রাচীন
এক গাছে বসে থাকে
চোখ খুলে আজীবন
খড়কুটো ফুরিয়ে গেলে
বের হয়ে আসবো আমি
গ্রীস্মে
শীত এলে লুকিয়ে যাবো
গোপন গর্তে
সে পথ অচেনা অজানা
কারু নেই আনাগোনা
ঘুম ঘুম পাহাড় আছে
চাপাফুল আর ঝোপঝাড়
কিছু বাদুর আছে উলটে
পুরানা ইমারতের নীচে
কাঠের কুঠরীর ভেতর
কিছু শেয়াল আছে
কিছু দূরে
আর আছে লক্ষীপেচা
খুব একা
খুব প্রাচীন
এক গাছে বসে থাকে
চোখ খুলে আজীবন
খড়কুটো ফুরিয়ে গেলে
বের হয়ে আসবো আমি
গ্রীস্মে
No comments:
Post a Comment