Tuesday, April 26, 2016

কাল ভোরে

কাল ভোরে - ১

কাল ভোরে

খুব ভোরে
সূর্য ওঠার আগে
খুব আগে
আমাকে জাগিয়ে দিও
হিমালয়ের চূড়াতে শিশির ছুব
মাঝখানে গৌতম নেই
গৌতমেরা এখন ডাকাতি করে ব্যাংকে
গৌতমেরা এখন ধর্ষন করে গলা কেটে ফ্যালে মেয়েদের
কাল ভোরে
খুঁজতে যাবো ঘর
গৌতম চেয়েছিল ছাই
সেই ঘর থেকে
যে ঘরে একজন দেশপ্রেমিক বাস করে

কাল ভোরে - ২
এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম 
ভিজিয়ে দেবে মাটি, মাঠ, মন
বৃষ্টির অপেক্ষায় ছিলাম
ধুয়ে দেবে গ্লানি, গতকাল
অপেক্ষায় ছিলাম
উত্তাপ রেখে হৃদয়ে
ভিজে যাবো
যা লেখা আছে তার চোখে
বুঝে নেবো
আমি এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম

কাল ভোরে - ৩

কাল আর আজ
পার্থক্য শত যুগের
আজ আমি ফিরে গেছি
শত যুগ আগে
সেই কূয়ার পাশে
যে কূয়াতে ফেলা হতো
জীবন্ত শিশু
গ্রামবাসীর জীবন বাঁচাতে



No comments:

Post a Comment