অনেকটা পথ এসে
থমকে দাঁড়িয়েছিল সে
কি যেন ফেলে এসেছে
পেছনে
কি ছিল সেটা?
এক টুকরো স্বপ্ন?
একগাদা স্মৃতি?
এক ছটাক হৃদয়?
কি এমন পিছুটান
চলতে চলতে
ঝলকে ঝলকে
ছেড়ে গেছে স্বপ্ন
মুছে গেছে স্মৃতি
ছিড়ে গেছে হৃদয়
ফিরেই বা যাবে কোথায়?
কার কাছে?
যার যার ভাগ সে সে নিয়ে গেছে
চেছেচুছে হৃদয় শুষে
কেউ কি রেখেছে কিছু বাকী?
ফিরে সে যাবে কোথায়?
কার কাছে?
থমকে দাঁড়িয়েছিল সে
কি যেন ফেলে এসেছে
পেছনে
কি ছিল সেটা?
এক টুকরো স্বপ্ন?
একগাদা স্মৃতি?
এক ছটাক হৃদয়?
কি এমন পিছুটান
চলতে চলতে
ঝলকে ঝলকে
ছেড়ে গেছে স্বপ্ন
মুছে গেছে স্মৃতি
ছিড়ে গেছে হৃদয়
ফিরেই বা যাবে কোথায়?
কার কাছে?
যার যার ভাগ সে সে নিয়ে গেছে
চেছেচুছে হৃদয় শুষে
কেউ কি রেখেছে কিছু বাকী?
ফিরে সে যাবে কোথায়?
কার কাছে?
No comments:
Post a Comment