Tuesday, April 26, 2016

আনমনে

অনেকটা পথ এসে
থমকে দাঁড়িয়েছিল সে
কি যেন ফেলে এসেছে
পেছনে
কি ছিল সেটা?
এক টুকরো স্বপ্ন?
একগাদা স্মৃতি?
এক ছটাক হৃদয়?
কি এমন পিছুটান
চলতে চলতে
ঝলকে ঝলকে
ছেড়ে গেছে স্বপ্ন
মুছে গেছে স্মৃতি
ছিড়ে গেছে হৃদয়
ফিরেই বা যাবে কোথায়?
কার কাছে?
যার যার ভাগ সে সে নিয়ে গেছে
চেছেচুছে হৃদয় শুষে
কেউ কি রেখেছে কিছু বাকী?
ফিরে সে যাবে কোথায়?
কার কাছে?

No comments:

Post a Comment