তুমি না বললেও
আমি জানি
ওরা আর নেই
আমি দেখি ভাবনাহীন
নির্লিপ্ত চোখ
সেখানে আবর্জনা শুধু
চারিদিকে নর্দমা
লাশ আর পিশাচ
দ্বিপদ জানোয়ার
সবার পেটে শুধু ক্ষুধা
বুকে ক্ষুধা
চোখে ক্ষুধা
যৌনাংগে ক্ষুধা
যাকে পায় তাকে খেয়ে ফ্যালে
উদর ভরে আবার খালি হয়ে যায়
নিমেষে
আমার শিকারে বেরোয়
যাকে পায় তাকে খায়
তুমি না বললেও
আমি জানি ওরা নেই
কেউ পুরে ফেলেছে উদরে
ওরা নেই
আমি জানি
ওরা আর নেই
আমি দেখি ভাবনাহীন
নির্লিপ্ত চোখ
সেখানে আবর্জনা শুধু
চারিদিকে নর্দমা
লাশ আর পিশাচ
দ্বিপদ জানোয়ার
সবার পেটে শুধু ক্ষুধা
বুকে ক্ষুধা
চোখে ক্ষুধা
যৌনাংগে ক্ষুধা
যাকে পায় তাকে খেয়ে ফ্যালে
উদর ভরে আবার খালি হয়ে যায়
নিমেষে
আমার শিকারে বেরোয়
যাকে পায় তাকে খায়
তুমি না বললেও
আমি জানি ওরা নেই
কেউ পুরে ফেলেছে উদরে
ওরা নেই
No comments:
Post a Comment