এক --
এসো দু:খ দু:খ খেলি
দু:খের আদি থেকে অন্ত
কার কার কাছে
কত শত দু:খ আছে
সব ঢিবি করে রাখো
দু:খের পাহাড়ে চড়ে
নদী দেখবো
পৃথক করবো
পানি
পাতালের
বৃষ্টির
অশ্রুর
মিশতে দেবোনা
এক দু:খের সাথে অন্য দু:খ
সবার সব দু:খ
আলাদা আলাদা
শত শত ভাগে বিভাজিত
সেখানেই খেলার মজা
সবাই মিলিয়ে গুলিয়ে খিচুড়ি পাকাতে চায়
অথচ সব আলাদা আলাদা
দু:খেরা অকৃত্রিম
দুই --
এখানে আমার কিছু নেই
ওখানেও কিছু নেই
বুঝিনা আমি আসলে কোথায় থাকি
কি করি
এক এক দিন এক এক রঙ্গের
আকাশের মত
এক নীলের কত রকমফের
জানো আমি রং কানা
কালোকে সাদা মনে করি
আর
লালকে সবুজ
একদিন আমি সব লাল মেখে
মিশে যাবো রক্তে তোমার
বলবো
আমি তো রং কানা
তাই বুঝিনি
লালকে ভেবেছি সবুজ
তোমার মনে তাই ঠাই খুঁজতে যেয়ে
মিশে গেছি
এসো দু:খ দু:খ খেলি
দু:খের আদি থেকে অন্ত
কার কার কাছে
কত শত দু:খ আছে
সব ঢিবি করে রাখো
দু:খের পাহাড়ে চড়ে
নদী দেখবো
পৃথক করবো
পানি
পাতালের
বৃষ্টির
অশ্রুর
মিশতে দেবোনা
এক দু:খের সাথে অন্য দু:খ
সবার সব দু:খ
আলাদা আলাদা
শত শত ভাগে বিভাজিত
সেখানেই খেলার মজা
সবাই মিলিয়ে গুলিয়ে খিচুড়ি পাকাতে চায়
অথচ সব আলাদা আলাদা
দু:খেরা অকৃত্রিম
দুই --
এখানে আমার কিছু নেই
ওখানেও কিছু নেই
বুঝিনা আমি আসলে কোথায় থাকি
কি করি
এক এক দিন এক এক রঙ্গের
আকাশের মত
এক নীলের কত রকমফের
জানো আমি রং কানা
কালোকে সাদা মনে করি
আর
লালকে সবুজ
একদিন আমি সব লাল মেখে
মিশে যাবো রক্তে তোমার
বলবো
আমি তো রং কানা
তাই বুঝিনি
লালকে ভেবেছি সবুজ
তোমার মনে তাই ঠাই খুঁজতে যেয়ে
মিশে গেছি
No comments:
Post a Comment