Tuesday, April 26, 2016

নিশ্চিন্তে ভাসে যুবকের লাশ

আজলা ভরা জল
ফ্যাকাসে আঙ্গুল
যুবকের লাশ
পচা গলা ভাসমান
যুবকের লাশ
নিশ্চিন্তে ভাসে
পেছনে ফেলে রেখে
অপেক্ষা
দুঃশ্চিন্তা
রাত্রি জাগরণ
ক্ষুধা
কান্না
অভিমান
প্রেম
নিশ্চিন্তে ভাসে
ফ্যাকাসে আঙ্গুল
যুবকের লাশ
জীবনের সাথে
এসেছে ফেলে
পেছনে
মৃদু বাতাসে দোলে
মাছেরা দেখে যায় এসে
জলপিপি, কোলা ব্যঙ্গ
হেটে যায়, লাফাই, ফরিঙ্গে
উড়ে এসে বসে
নিশ্চিন্তে ভাসে
যুবকের লাশ

No comments:

Post a Comment