আমার সুখগুলো খুব দামী
তাই যত্ন করে সিন্দুকে তুলে রাখি
আমার দু:খগুলো আটপৌরে
তাই সর্বক্ষন বুকে ধরে রাখি
প্রান খুলে রাখি
পাছে তুমি দেখতে না পেয়ে
ফিরে যাও
তবু তুমি আসোনি এদিকে
কার যেন সুখের পাহাড়ে
আড়াল করা ছিল পথ
তাই যত্ন করে সিন্দুকে তুলে রাখি
আমার দু:খগুলো আটপৌরে
তাই সর্বক্ষন বুকে ধরে রাখি
প্রান খুলে রাখি
পাছে তুমি দেখতে না পেয়ে
ফিরে যাও
তবু তুমি আসোনি এদিকে
কার যেন সুখের পাহাড়ে
আড়াল করা ছিল পথ
No comments:
Post a Comment