Tuesday, April 26, 2016

হীম শীতল মৃত্যুর চড়কিতে ঘুর্নীয়মান

এই মহুর্তে আমার মাথার ভেতরে এক
গভীর গর্ত
আর সেই মৃত্যুকুপের ভেতরে
মটরবাইকের স্টান্টম্যান
ঘুরছে অনবরত
শুধু অপেক্ষা
কখন এক লাফে
পেড়িয়ে যেয়ে সব বাধা
বেড়িয়ে আসবে
অন্তহীন অন্ধকার থেকে
উজ্জ্বল আলোতে
উত্তেজনয়ায় চীন চীন করে
পাজড়ের চামড়া
সুযোগ ফসকে গেলে
কনক্রিটে থেঁতো হলে
মাথা ফেটে চৌচির
তবু সে আসবে বেরিয়ে
ক্রমশ এগুতে থাকবে
গভীর অন্ধকারে
ছেলেবেলাতে মৃত্যুর কাছে
গেছিলাম আমি
কৈশরে আরও একবার
আর একবার মধ্যবয়সে
হীম শীতল মৃত্যুর চড়কিতে
ঘুর্নীয়মান
মাথার ভেতরের গর্তের চারিপাশে
আমার স্বপ্ন
আমার শিশুদের মুখ
ঘুর্নীয়মান
গভীর কালো দীঘল চোখের
উদাস ছায়ায় ডুব দিয়ে
হারিয়ে যেতে আবার এসেছি
এক লাফে
বেরিয়ে এসেছি
উজ্জ্বল নক্ষত্রভরা আকাশের নীচে

No comments:

Post a Comment