ইঁদুরের জীবন চক্রের চাইতেও করূন
মানুষের জীবন চক্র
এতগুলো ধামার নিচে থেকে কেমন করে বাঁচতে পারে জীবন?
নাকি জীবন ভেবে যা কিছু দেখা যায়
সেইসব কিছুই দেহ শুধু
– অনেক কাল আগেই জীবনের মৃত্যু ঘটেছে।
দেহ হেটে বেড়ায়, দৌড়াই, বাণিজ্য করে,
লাভ ক্ষতির হিসাব কষে,
হানাহানি কাটাকাটি করে,
কিছু পাবার জন্য কৌশল অবলম্বন করে,
পাওয়া হয়ে গেলে আঘাত করে, ছুটে চলে – শুধু দেহ।
জীবন মরে গেছে সেই কতকাল আগে।
ধামার নিচে থাকতে থাকতে
মরে গেছে শ্বাসরোধ হয়ে
মানুষের জীবন চক্র
এতগুলো ধামার নিচে থেকে কেমন করে বাঁচতে পারে জীবন?
নাকি জীবন ভেবে যা কিছু দেখা যায়
সেইসব কিছুই দেহ শুধু
– অনেক কাল আগেই জীবনের মৃত্যু ঘটেছে।
দেহ হেটে বেড়ায়, দৌড়াই, বাণিজ্য করে,
লাভ ক্ষতির হিসাব কষে,
হানাহানি কাটাকাটি করে,
কিছু পাবার জন্য কৌশল অবলম্বন করে,
পাওয়া হয়ে গেলে আঘাত করে, ছুটে চলে – শুধু দেহ।
জীবন মরে গেছে সেই কতকাল আগে।
ধামার নিচে থাকতে থাকতে
মরে গেছে শ্বাসরোধ হয়ে
No comments:
Post a Comment