এক --
এখানে হাত রাখো
খুলে ফেলো নীল খাম
উপচে পড়া
অফুরন্ত জীবন
আলো জ্বালো ম্লান চোখে
প্রসারিত করো হাত
মুঠোভড়ে তুলে নাও
অফুরন্ত জীবন
আলোর মতই
আধারের প্রয়োজন
শীতল রাখতে
অফুরন্ত জীবন
দুই --
আবার তুমি হারিয়ে গেলে
রাত্রির নিস্তব্ধতার মত
সকালের অস্থিরতার মত
দুপুরের অনিশ্চয়তার মত
বিকেলের ক্লান্তির মত
সূর্যাস্তের প্রতিজ্ঞার মত
আবার তুমি হারিয়ে গেলে
তিন --
খাঁচাতে আটকে রাখা বাঘের মত
দেহ আর মন বিচ্ছিন্ন হয়ে গেলে
আমি আর লড়াই করতে পারিনা
ক্যালসিয়াম জমে কানের ভেতর
মগজের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে
দেহ আর মন ছড়িয়ে ছিটিয়ে থাকে
এখানে ওখানে
আমি আর লড়াই করতে পারিনা
এখানে আভ্যন্তরীণ দ্বন্দ্ব
যোগাযোগ বিচ্ছিন্ন
দেহের সাথে মনের
চলছে অসহযোগ আন্দোলন
বহির্বিশ্বের সাথে
আমি আর
লড়াই করতে পারিনা
চার
ঢাকতে যেয়ে
শাক দিয়ে মাছ
মাছ হেসে
বদলে দিলো নাম
গলাগলি থাকে
তবু রয়ে গেলো
ভিন্ন চেহারা ভিন্ন স্বাদ
যার যার জাগাতে
সে সে শক্তিমান
মনের ভেতরে
ঘুটঘুটে অন্ধকার
দিন এলো তবু
আলো জ্বেলে সূর্যটাকে
দেখে নিতে হলো
এখানে হাত রাখো
খুলে ফেলো নীল খাম
উপচে পড়া
অফুরন্ত জীবন
আলো জ্বালো ম্লান চোখে
প্রসারিত করো হাত
মুঠোভড়ে তুলে নাও
অফুরন্ত জীবন
আলোর মতই
আধারের প্রয়োজন
শীতল রাখতে
অফুরন্ত জীবন
দুই --
আবার তুমি হারিয়ে গেলে
রাত্রির নিস্তব্ধতার মত
সকালের অস্থিরতার মত
দুপুরের অনিশ্চয়তার মত
বিকেলের ক্লান্তির মত
সূর্যাস্তের প্রতিজ্ঞার মত
আবার তুমি হারিয়ে গেলে
তিন --
খাঁচাতে আটকে রাখা বাঘের মত
দেহ আর মন বিচ্ছিন্ন হয়ে গেলে
আমি আর লড়াই করতে পারিনা
ক্যালসিয়াম জমে কানের ভেতর
মগজের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে
দেহ আর মন ছড়িয়ে ছিটিয়ে থাকে
এখানে ওখানে
আমি আর লড়াই করতে পারিনা
এখানে আভ্যন্তরীণ দ্বন্দ্ব
যোগাযোগ বিচ্ছিন্ন
দেহের সাথে মনের
চলছে অসহযোগ আন্দোলন
বহির্বিশ্বের সাথে
আমি আর
লড়াই করতে পারিনা
চার
ঢাকতে যেয়ে
শাক দিয়ে মাছ
মাছ হেসে
বদলে দিলো নাম
গলাগলি থাকে
তবু রয়ে গেলো
ভিন্ন চেহারা ভিন্ন স্বাদ
যার যার জাগাতে
সে সে শক্তিমান
মনের ভেতরে
ঘুটঘুটে অন্ধকার
দিন এলো তবু
আলো জ্বেলে সূর্যটাকে
দেখে নিতে হলো
No comments:
Post a Comment