Tuesday, April 26, 2016

আকাশের অনেক কাজ

আকাশের অনেক কাজ
মেঘেদের প্রতিবাদ মিছিল
লেগেই আছে দিনরাত
তার উপর আছে বাড়তি ঝামেলা
কয়লা পুড়ছে দিনরাত চব্বিশ ঘন্টা
স্বচ্ছ মেঘে মিশছে এসিড
মেঘেদের আপত্তিটা সেখানেই
বৃষ্টির জন্য অপেক্ষা করছে
বিশ্বব্রহ্মাণ্ড
কৃষকেরা ফলাবে ফসল
সবুজে সবুজে ঢুবে যাবে মরুভূমি
স্বচ্ছ মেঘে মিশছে এসিড
সেই বৃস্টিতে মরে যাবে ফসল, গাছ, লতাপাতা
মরে যাবে ব্যাঙ, মানুষ, সাপ, কুকুর
এমন কি ধু ধূ মরুভূমির রক্তচোষা
মরুমাকড়
আকাশের অনেক কাজ
মেঘেরা বিক্ষুব্ধ
এসিড এসে মিশছে
বিষাক্ত করে দিচ্ছে মেঘেদের মন

No comments:

Post a Comment