Tuesday, April 26, 2016

আকাঙ্ক্ষা

গতানুগতি ছকে বাঁধা ঘর
থালা বাসন
বিছানা বালিশ
বের হয়ে আসতে চাই আমি
একই আসবাব
মাখার খুলির ভেতরে আটকে আছে
বের হয়ে যেতে চাই আমি
সেই একই অভিযোগ
নুন হয়নি মাছে
তেল হয়নি ডিমে
টাকা নাই হাতে
বের হয়ে আসতে চাই আমি
হাহাকার থেকে
টাকা ছাড়াও হাসা যায়
টাকা ছাড়াও মরা যায়
বদলে ফেলতে চাই ছক
প্রতি ছয় মাসে একবার
দম বন্ধ হয়ে আসে আমার
বের হয়ে যেতে চাই
এখান থেকে অনেক দূরে
বাঁধা বন্ধন রুটিন থেকে

No comments:

Post a Comment