গতানুগতি ছকে বাঁধা ঘর
থালা বাসন
বিছানা বালিশ
বের হয়ে আসতে চাই আমি
একই আসবাব
মাখার খুলির ভেতরে আটকে আছে
বের হয়ে যেতে চাই আমি
সেই একই অভিযোগ
নুন হয়নি মাছে
তেল হয়নি ডিমে
টাকা নাই হাতে
বের হয়ে আসতে চাই আমি
হাহাকার থেকে
টাকা ছাড়াও হাসা যায়
টাকা ছাড়াও মরা যায়
বদলে ফেলতে চাই ছক
প্রতি ছয় মাসে একবার
দম বন্ধ হয়ে আসে আমার
বের হয়ে যেতে চাই
এখান থেকে অনেক দূরে
বাঁধা বন্ধন রুটিন থেকে
থালা বাসন
বিছানা বালিশ
বের হয়ে আসতে চাই আমি
একই আসবাব
মাখার খুলির ভেতরে আটকে আছে
বের হয়ে যেতে চাই আমি
সেই একই অভিযোগ
নুন হয়নি মাছে
তেল হয়নি ডিমে
টাকা নাই হাতে
বের হয়ে আসতে চাই আমি
হাহাকার থেকে
টাকা ছাড়াও হাসা যায়
টাকা ছাড়াও মরা যায়
বদলে ফেলতে চাই ছক
প্রতি ছয় মাসে একবার
দম বন্ধ হয়ে আসে আমার
বের হয়ে যেতে চাই
এখান থেকে অনেক দূরে
বাঁধা বন্ধন রুটিন থেকে
No comments:
Post a Comment