Sunday, May 1, 2016

প্রত্যক্ষদর্শী

আজ বহুদিন হলো
কেউ আমার খোঁজ করেনা
আমি তো সেই বৃক্ষও হতে পারিনি

ঝরে যাওয়া পাতা যার ফিরে আসে বারে বারে
আজ বহুদিন হলো
নাম গোত্রহীন কবর আমি
যেখানে প্রতি মাসে আনুমানিক পাঁচটি লাশ দাফন করা হয়
মৃতের বাজার ভাল আজকাল
কবর খুব জমিয়ে স্বাগত জানাচ্ছে নতুন লাশের
উৎসবে লেগে থাকে শেয়ালেরা
রাতভর শিতল চোয়াল ছিড়ে খেতে
আজ বহুদিন এইসব উৎসব চলে
চারপাশে
আমি প্রত্যক্ষদর্শী

No comments:

Post a Comment