Tuesday, April 26, 2016

হৃদয় বাদে সব ছিল

এবরোখেবড়ো রাস্তা
না পাহাড় না সমতল
না খাদ না অখাদ
আলুথালু হাওয়া
না ঠান্ডা না গরম
বনবাদারে ভরা চারিদিক
অথচ পাতাল থেকে অনেক দূরে বসবাস
শিকর জড়িয়েছে কঙ্ক্রিটের দেওয়ালে
ইট সিমেন্ট ধরে রাখে জড়িয়ে
শাখাপ্রশাখা
সবুজ পাতা জন্মে
নির্বিঘ্নে
সামনে সবুজ গালিচা
পেছনে ইট বালি সিমেন্টের দেওয়াল
ভাল মানুষের মুখোশে
হৃদয়হীন কসাই
না আলো না আঁধার
না বৃষ্টি না খড়া
এমন এক অনিশ্চিত সময়
পেড়িয়ে যাবার উপায় নেই
পরিশোধ করতে হবে সব ঋন
পালাবার পথ নেই

No comments:

Post a Comment