তার আসার সময় হলো
এখনই পর্দা উঠবে মঞ্চের
সবার চোখে অপেক্ষা
সে এলোনা
সে আসবেনা
সবাই হতাশ, স্তব্ধ, ক্ষুব্ধ
এমন কি আছে তার মাঝে?
সে না এলে কি হবে?
কার কি এসে যায়
সবার বিকল্প থাকে
সব কিছুর বিকল্প থাকে
কেউ কারু জন্য ক্ষুব্ধ নয়
আশাভঙ্গের জন্য ব্যথিত সবাই
আশা থাকে বুকে
মঞ্চে নয়
এখনই পর্দা উঠবে মঞ্চের
সবার চোখে অপেক্ষা
সে এলোনা
সে আসবেনা
সবাই হতাশ, স্তব্ধ, ক্ষুব্ধ
এমন কি আছে তার মাঝে?
সে না এলে কি হবে?
কার কি এসে যায়
সবার বিকল্প থাকে
সব কিছুর বিকল্প থাকে
কেউ কারু জন্য ক্ষুব্ধ নয়
আশাভঙ্গের জন্য ব্যথিত সবাই
আশা থাকে বুকে
মঞ্চে নয়
No comments:
Post a Comment