Tuesday, April 26, 2016

মুঠোতে খুশী

শুধু এক মুঠো খুশী তুলে নেবো
তোমার চলে যাবার পথ থেকে
আর কিছু না
শুধু তোমাকে দেখবো 
সেইটুকু 
যেখানে অপেক্ষা ছিল
শুধু আমার জন্য
তারপর
বন্ধ করে দেবো ডায়েরি লেখা
আর কিছু না
এক ফালি চাঁদ দেখা চোখে
আমার প্রতিবিম্ব দেখবো
আর কিছু না
এইভাবে পেড়িয়ে যাবো ধু ধু মাঠ
আর কিছু না

No comments:

Post a Comment