মাধ্যাকর্ষণ শক্তিতে ভেসে আছি
খড়কুটো থেকে
বক হতে পারি
মাছ হতে পারি
সূর্য হতে পারিনা কেনো?
অশ্রু থেকে মেঘ হতে পারে
মেঘ থেকে বৃষ্টি হতে পারে
বনভূমি হতে পারেনা কেনো?
চলতে থাকি অবিরাম
চলার পথে বাধাগুলো
ভেংগে দিতে পারিনা কেনো?
ভেসে যায়
ছিড়ে যায়
খড়কুটো হয়ে রয়ে যায়
এ থাকাকে না থাকার মত
ভাবিনা কেনো?
খড়কুটো থেকে
বক হতে পারি
মাছ হতে পারি
সূর্য হতে পারিনা কেনো?
অশ্রু থেকে মেঘ হতে পারে
মেঘ থেকে বৃষ্টি হতে পারে
বনভূমি হতে পারেনা কেনো?
চলতে থাকি অবিরাম
চলার পথে বাধাগুলো
ভেংগে দিতে পারিনা কেনো?
ভেসে যায়
ছিড়ে যায়
খড়কুটো হয়ে রয়ে যায়
এ থাকাকে না থাকার মত
ভাবিনা কেনো?
No comments:
Post a Comment