আজ আমার
যাবার পালা
পথঘাট শূন্য করে
আকাশের ছায়া থেকে সরে
সুশীতল মাটির গভীর মমতায়
দেহ থেকে হৃদয়
বিদায় দিয়ে
আজ আমার যাবার পালা
শুধু প্রানের উল্লাস নেবো সাথে
দেহ যাবে খসে ধীরে ধীরে
মিশে যাবে কঙ্কাল
ফসিল হবে
তারপর পাথর থেকে কয়লা
আজ আমার যাবার পালা
বৃষ্টিকে বিদায় দিয়ে
ছোট্র লতা
বুনো ফুল
সব ভুল আর দ্বন্দ্ব থেকে দূরে
আজ আমার যাবার পালা
দেহ থেকে হৃদয়
বিদায় দিয়ে
যাবার পালা
পথঘাট শূন্য করে
আকাশের ছায়া থেকে সরে
সুশীতল মাটির গভীর মমতায়
দেহ থেকে হৃদয়
বিদায় দিয়ে
আজ আমার যাবার পালা
শুধু প্রানের উল্লাস নেবো সাথে
দেহ যাবে খসে ধীরে ধীরে
মিশে যাবে কঙ্কাল
ফসিল হবে
তারপর পাথর থেকে কয়লা
আজ আমার যাবার পালা
বৃষ্টিকে বিদায় দিয়ে
ছোট্র লতা
বুনো ফুল
সব ভুল আর দ্বন্দ্ব থেকে দূরে
আজ আমার যাবার পালা
দেহ থেকে হৃদয়
বিদায় দিয়ে
No comments:
Post a Comment