মনের মুখোমুখি - ১
হাতের তালুতে
আঁকাবাঁকা কত রেখা
গণকে গোনে
গল্প বলে
হাজারো মিথ্যা...
আমি গুনি দিন
রেখা বদলের
জানিনা সত্য বা মিথ্যা
এতদিন শুধু শুনেছি
নানাজনে বলে
ক্লান্তি ক্লান্তি
ধারে কাছে ছিলনা কোন দিন
এখন এমন সময়...
কোথা থেকে উড়ে এসে
বসেছে জুড়ে
মগজের কোষে কোষে
ক্লান্তি ক্লান্তি
হাতের তালুতে
আঁকাবাঁকা কত রেখা
গণকে গোনে
গল্প বলে
হাজারো মিথ্যা...
আমি গুনি দিন
রেখা বদলের
জানিনা সত্য বা মিথ্যা
মনের মুখোমুখি - ২
নানাজনে বলে
ক্লান্তি ক্লান্তি
ধারে কাছে ছিলনা কোন দিন
এখন এমন সময়...
কোথা থেকে উড়ে এসে
বসেছে জুড়ে
মগজের কোষে কোষে
ক্লান্তি ক্লান্তি
মনের মুখোমুখি - ৩
কবিতাকে ডাকলাম
কবিতা বললো: "সময় নেই"
কিসের এত ব্যস্ততা জানিনা
কার মাথাতে বেধেছে বাসা বুঝিনা
কবে নাগাদ ফিরবে বলেনি সেটাও...
শুধু এটুকু জানি
মগজ ক্লান্ত হলে
কবিতা ঘুমিয়ে যায়
গভীর ঘুমে
হারিয়ে যায় প্রকৃতি
বিস্মৃত হয় দু:খ আর সুখ
কবিতা বললো: "সময় নেই"
কিসের এত ব্যস্ততা জানিনা
কার মাথাতে বেধেছে বাসা বুঝিনা
কবে নাগাদ ফিরবে বলেনি সেটাও...
শুধু এটুকু জানি
মগজ ক্লান্ত হলে
কবিতা ঘুমিয়ে যায়
গভীর ঘুমে
হারিয়ে যায় প্রকৃতি
বিস্মৃত হয় দু:খ আর সুখ
মনের মুখোমুখি - ৪
আজ থেকে যাও
ঊঠোনের অর্ধেকটা আলো
অর্ধেকটা অন্ধকার
ঝিঁঝিঁ পোকা ডাকে অন্ধকারে
আলোতে ইঁদুরে হামাগুড়ি দেয়...
আলো আঁধারে মৌনমুখে
দাঁড়িয়ে কি ভাবছো আবার
একবার দ্বিধাকে সঙ্গী করে
হেঁটেছো তো কত কাল
মনের অর্ধেকটা আলোতে
থাকতে থাকতে
ফিরে এসো
আঁধারের উঠোন ছেড়ে
চাদের কাছে এসে বসো
হাঁটু মূড়ে
ঊঠোনের অর্ধেকটা আলো
অর্ধেকটা অন্ধকার
ঝিঁঝিঁ পোকা ডাকে অন্ধকারে
আলোতে ইঁদুরে হামাগুড়ি দেয়...
আলো আঁধারে মৌনমুখে
দাঁড়িয়ে কি ভাবছো আবার
একবার দ্বিধাকে সঙ্গী করে
হেঁটেছো তো কত কাল
মনের অর্ধেকটা আলোতে
থাকতে থাকতে
ফিরে এসো
আঁধারের উঠোন ছেড়ে
চাদের কাছে এসে বসো
হাঁটু মূড়ে
মনের মুখোমুখি - ৫
কানারাও দ্যাখে আজকাল
সবাই এখন রক্ত ভালবাসে
গাছে গাছে পাতারা সব রক্তিম
তোমার চোখ, ঠোট আর হৃদপিন্ড
সব রক্তিম...
সবাই রক্ত ভালবাসে
মাংশ, রক্ত, কাগজ, বা প্লাস্টিক
এইসব ভালবাসে
শিশুদের হাতে তুলে দেয়
ড্রাকুলা, মনোপলি, বেয়োনেড, যুদ্ধ জেট
মগজে ভরে দেয় রক্তের নেশা
ধান নয় আংগুল ছেচে জন্ম দেয় রক্ত গোলাপ
কেটে ফ্যালে কারিগরের হাত
শ্রমিকেরে শ্বাসরোধ করে রাখে
ফিল্টারে রক্ত নেমে আসে
রক্তাক্ত পশু আর মানুষ
কাঠ, কাগজ, প্লাস্টিক
ফিনকি দিয়ে রক্ত উঠে
লেগে থাকে ক্যামেরার লেন্সে
সবাই রক্ত ভালবাসে
সবাই এখন রক্ত ভালবাসে
গাছে গাছে পাতারা সব রক্তিম
তোমার চোখ, ঠোট আর হৃদপিন্ড
সব রক্তিম...
সবাই রক্ত ভালবাসে
মাংশ, রক্ত, কাগজ, বা প্লাস্টিক
এইসব ভালবাসে
শিশুদের হাতে তুলে দেয়
ড্রাকুলা, মনোপলি, বেয়োনেড, যুদ্ধ জেট
মগজে ভরে দেয় রক্তের নেশা
ধান নয় আংগুল ছেচে জন্ম দেয় রক্ত গোলাপ
কেটে ফ্যালে কারিগরের হাত
শ্রমিকেরে শ্বাসরোধ করে রাখে
ফিল্টারে রক্ত নেমে আসে
রক্তাক্ত পশু আর মানুষ
কাঠ, কাগজ, প্লাস্টিক
ফিনকি দিয়ে রক্ত উঠে
লেগে থাকে ক্যামেরার লেন্সে
সবাই রক্ত ভালবাসে
No comments:
Post a Comment