এখনও বৃষ্টি ঝরে
টিপ টিপ
চুপিসারে ফিসফিস
কিশোরীর সিল্ক ফিতে
ভিজে আছে
পথে জমে থাকা এক চিলতে জলে
পাতারা থিরথির
ভিজে শালিক দ্যাখে এদিক ওদিক
কোত্থাও কেউ নেই
জমে আছে জল
জলের নীচে কাদা
তার নীচ থেকে কেঁচো খুঁড়ে খাবে
টিপ টিপ
চুপিসারে ফিসফিস
কিশোরীর সিল্ক ফিতে
ভিজে আছে
পথে জমে থাকা এক চিলতে জলে
পাতারা থিরথির
ভিজে শালিক দ্যাখে এদিক ওদিক
কোত্থাও কেউ নেই
জমে আছে জল
জলের নীচে কাদা
তার নীচ থেকে কেঁচো খুঁড়ে খাবে
No comments:
Post a Comment