অসাধ্য কিছুই নয়
শুধু সাহস নেই
রুখে দাড়াবার
ইচ্ছাও থাকে না
স্বার্থ না থাকলে
কূল ভেংগে গেলে
নদী থামেনা
এগিয়ে যায়
কূল খুঁজে নেয়
নদী মরে গেলে
কৃষকেরা হাল ছেড়ে দেয়
নিরুপায় হয়ে
জীবন থামেনা
শ্বাস নেয় পলিথিনের ছাদের নীচে
রেল লাইনের দুই পাশে
যেখানে
বহুতল ভবন উঠতে পারেনা
উচ্ছেদ করার দরকার হয়না
সেখানে
অকালে শিশুরা বৃদ্ধ হয়
সেখানে
ইয়াবার চালান
হাল তুলে নেয় কাঁধে
শুধু সাহস নেই
রুখে দাড়াবার
ইচ্ছাও থাকে না
স্বার্থ না থাকলে
কূল ভেংগে গেলে
নদী থামেনা
এগিয়ে যায়
কূল খুঁজে নেয়
নদী মরে গেলে
কৃষকেরা হাল ছেড়ে দেয়
নিরুপায় হয়ে
জীবন থামেনা
শ্বাস নেয় পলিথিনের ছাদের নীচে
রেল লাইনের দুই পাশে
যেখানে
বহুতল ভবন উঠতে পারেনা
উচ্ছেদ করার দরকার হয়না
সেখানে
অকালে শিশুরা বৃদ্ধ হয়
সেখানে
ইয়াবার চালান
হাল তুলে নেয় কাঁধে
No comments:
Post a Comment