Saturday, June 6, 2015

সম্ভাবনা

দুপুর গড়াতেই ভয়
এই বুঝি বিকেল পেড়িয়ে
সন্ধ্যা লেগে যাবে
হারিয়ে যাবে আর একদিন
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
হবে সময়
এই বুঝি বাকী রয়ে যাবে
বলা
সেইসব না বলা
কবিতা গল্প গান
মান অভিমান
বিকেল পেড়ুতে লেগে যায় সন্ধ্যা
আকাশ সাজে হরেক রংগের প্রলেপ দিয়ে
মেঘেরা সব ঘুমিয়ে যায়
আগামীর বাদল হয়ে
ফুরিয়ে যায়
বাকী থেকে যায়
কাজ আর সাজ
সন্ধ্যা নামতেই বিষণ্ণতা আনে
যদি
সূর্যি আর
ফিরে না আসে!!

No comments:

Post a Comment